নিজস্ব প্রতিবেদক

বিটিসিএস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সম্মেলন ও এজিএম সম্পন্ন

আপডেট: ডিসে ১৬, ২০২৫ : ০২:০৭ পিএম ১২
বিটিসিএস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সম্মেলন ও এজিএম সম্পন্ন

মঈন মাহমুদ 


ঢাকার মগবাজারস্থ বিটিসিএল অডিটোরিয়ামে ১৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী জননেতা সাইফুল আলম নীরব ও হাতিরঝিল থানা বিএনপি'র আহ্বায়ক নাজমুল হক মাসুম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন আহমদ ফজলে রাব্বি, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিসহ সারাদেশ থেকে আগত অত্র সংগঠনের বিভিন্ন আঞ্চলিক/বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক অবস্থানের বিষয়ে সার্বিক ব্যাখ্যাসহ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। 

অত্র সংগঠনের বৃহত্তর স্বার্থে সংবিধানের কতিপয় ধারা, উপ-ধারা সময়োপযোগী হিসেবে পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন সম্বলিত "সংবিধান সংশোধনী" প্রণয়নের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত সকল সদস্য ও কাউন্সিলরগণ করতালির মাধ্যমে তা অনুমোদন করেন। সভায় সংগঠনের অগ্রগতি এবং সাংগঠনিক গতিধারা বজায় রাখার স্বার্থে তলবী সভা, আহ্বায়ক কমিটি গঠন, নির্বাচন কমিশন গঠনসহ আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম সমর্থন ও অনুমোদন করা হয়।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত অতিথি, মিডিয়ার সকল সাংবাদিক, সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ, অনুষ্ঠান সফল করতে গঠনকৃত সকল উপ-কমিটির সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে উক্ত সাধারণ সভা অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষনা করেন।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!