মঈন মাহমুদ
আজ ১৬ ডিসেম্বর সকালে আল বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৫ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এবং হাসপাতালের জনশক্তির সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক ও ব্লাড-প্রেসার চেক-আপ ফ্রি করা হয় ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক ড. মাহমুদুর রহমান। ইনসাফ বারাকাহ হাসপাতাল ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমানের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউরোলজিস্ট, ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম।
মাহমুদুর রহমান, বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, নতুন নতুন জনশক্তি, মানবসম্পদ এমনকি চিকিৎসক তৈরিতে শিক্ষাবৃত্তি প্রদান গুরুত্ব প্রদান করে। আজকাল অনেক দরিদ্র পরিবারেও মেধাবী সৃষ্টি হতে দেখা যায়। আল বারাকার হাসপাতালের এ উদ্যোগ অব্যহত থাকবে আশা করেন তিনি। পরে তিনি মেডিক্যাল কাম্পের উদ্বোধন করেন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমান বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যের সেবার আওতায় আনার সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে এবং স্বাস্থ্যসেবার ন্যায় আমাদের জনশক্তির সন্তানদের জীবনমান উন্নয়নের জন্য বারাকাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওবিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইনলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন ।
উল্লেখ্য একই দিনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এএফডিসি) প্রাঙ্গনেও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনায় অনুরূপ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
আরএস
No comments yet. Be the first to comment!