নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে ঘটে যাওয়া এক নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামের মাধ্যমে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।
এতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন একদল মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!