রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ অব্যাহত রাখবেন। এরই ধারাবাহিকতায় মঞ্চের নেতাকর্মীরা রাত্রি যাপনও করেছেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন।
আরএস
No comments yet. Be the first to comment!