ফরিদপুর সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের সুইজগেটপার মাঠে নতুন বছর উপলক্ষে তরুণ যুবসমাজ মাদক মুক্ত একটি সমাজ বিনির্মাণের লক্ষে একটি টি - ১০/ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।
ক্রিকেট টুর্নামেন্টটি নতুন বছরের প্রথম দিনে উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নানান রয়সের নানান শ্রেণি পেশার মানুষ যারা মাদক মুক্ত একটি সমাজ বিনির্মাণে বদ্ধ পরিকর। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে প্রদান করা হবে মহামূল্যবান গাছ যা প্রাকৃতিক পরিচর্যায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।
টুর্নামেন্ট মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে এবং আয়োজন করেছে আকোটের চর তরুণ যুব সমাজ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জনঘংস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার ও স্থানীয় জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ মেম্বার সহ আরো অনেকে বক্তব্য প্রদান প্রদান করেন। তাদের বক্তব্যের মূল প্রতিপাদ্য যেটা সেটা হচ্ছে তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রিয়া প্রেমে উজ্জীবিত করাই প্রধান লক্ষ। সে উপলক্ষে তাদের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।
আরএস
No comments yet. Be the first to comment!