নিজস্ব প্রতিবেদক

লি‌বিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:১৭ এএম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
ফাইল ছবি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ইউজেড-২২২ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে ফিরতি যাত্রীরা ইতিমধ্যে বিমানবন্দর ত্যাগ করেছেন।

আইওএম জানায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে আটক অবস্থায় থাকা এসব বাংলাদেশিকে মানবিক সহায়তার অংশ হিসেবে পুনর্বাসন কর্মসূচির আওতায় দেশে আনা হলো।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!