নির্বাচন কমিশন

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৫:২৮ এএম
সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) ১০তম সভা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্য চার কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনা করা হয়েছে তফসিল ঘোষণার পূর্ব ও পরবর্তী সময়ে কমিশনের করণীয় কার্যক্রম, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ।

২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন, ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণসহ সংশ্লিষ্ট চুক্তি ও বকেয়া বিল পরিশোধের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, বৈঠকের পর যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এছাড়া নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।

 

আরএস

Tags:
সিইসি ইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!