নির্বাচন কমিশন

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৯:২৯ এএম
চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের খাসকামরায় প্রায় এক ঘণ্টা প্রধান বিচারপতির সঙ্গে সিইসির একান্ত বৈঠক হয়। রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে যান সিইসি। সেখানে তাঁকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সাক্ষাৎ শেষে সিইসি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট–সংশ্লিষ্ট তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতির সব কাজই সমন্বিতভাবে এগিয়ে চলছে।

 

আরএস

Tags:
সিইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!