ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তফসিল ঘোষণার ভাষণও প্রায় চূড়ান্ত বলে কমিশন–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ বলেন, ‘আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।’ তিনি বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণা উপলক্ষে ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ভাষণটি রেকর্ড করার কথা রয়েছে।
এর আগে সিইসি নাসির উদ্দিন অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন। কমিশন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেকর্ডিংয়ের পর বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। অতীতে সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির থাকায় এবারও একই দিন ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ভাষণ রেকর্ডের প্রস্তুতি সম্পন্ন।’ তবে ঠিক কখন রেকর্ডিং হবে, সে তথ্য তিনি জানাননি। সূত্র বলছে, ভাষণ রেকর্ডের পর তাৎক্ষণিক প্রচারের প্রস্তুতিও রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!