নির্বাচন কমিশন

রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৬:৪১ এএম
রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ শেষে যেকোনো সময়ই ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল।

ইসি সূত্রে জানা গেছে, আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সেই ভাষণেই নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। পরে তা প্রচার করবে রাষ্ট্রীয় দুই সম্প্রচারমাধ্যম।

‘সব প্রস্তুতি সম্পন্ন’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।’

আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

ব্যালটে থাকছে না নৌকা প্রতীক

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে এই নির্বাচনে তাদের প্রতীক ‘নৌকা’ ব্যালটে থাকবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেসব দলের নিবন্ধন বাতিল বা স্থগিত রয়েছে, তাদের প্রতীক ব্যালটে থাকবে না।’

প্রবাসীদের প্রথম পোস্টাল ভোট

এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একই সুবিধা পাবেন দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দীরাও।

ইসি জানিয়েছে, জোট করলেও কোনো দল অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না—এটিও এবার নতুন বিধান।

ভোটের পরিসংখ্যান ও সময়সূচি

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে

  • পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭

  • নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২

  • তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন

দেশজুড়ে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৬১টি। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

অংশ নেবে অর্ধশতাধিক দল

বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি। ভোটের আগেই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিএনপি, জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল নির্বাচন করার সুযোগ পাচ্ছে। তবে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা নেই।

আচরণবিধি কার্যকরের প্রস্তুতি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!