নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচার-প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে কোনো প্রার্থী বা দলকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য প্রচার না করার বিষয়েও সতর্ক করেছে ইসি।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। ইসি জানায়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। নির্বাচনী সংলাপ, সাক্ষাৎকার, টকশো বা অন্যান্য অনুষ্ঠান পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ দেওয়া অবশ্যক।
ইসি আরও উল্লেখ করেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, গণমাধ্যমে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবে, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবে না।
চিঠিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমে প্রার্থীরা যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য প্রচার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!