নির্বাচন কমিশন

নির্বাচনে অংশের পর নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:৫৪ এএম
নির্বাচনে অংশের পর নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম বা হিরো আলম। ঘোষণার পর থেকেই তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানান হিরো আলম। আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দের অনুরোধ করা হবে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

হিরো আলম জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, তা এখনই জানাতে চান না।

তিনি বলেন, দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। হিরো আলম আরও জানান, তিনি ঢাকা ও বগুড়া আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা, ধারাবাহিক প্রচারণা ও সাহসী অবস্থান ইতোমধ্যেই আলোচনায় রয়েছে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে এটি তার রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!