আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক নতুন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ–সংক্রান্ত নির্দেশনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠান। ইসির চিঠিতে বলা হয়, নির্বাচনকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় মন্ত্রণালয়ের অধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি (এমসিবিপি)–এর মতো কোনো নতুন কার্যক্রম গ্রহণ করা যাবে না।
তবে বর্তমানে যেসব কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে, সেগুলো আগের মতোই অব্যাহত থাকবে। শুধুমাত্র নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি বা নতুন প্রকল্প শুরু করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, যদি কোনো এলাকায় বিশেষ পরিস্থিতিতে নতুন কোনো কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, সে ক্ষেত্রে তা সরাসরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা ঠেকাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরএস
No comments yet. Be the first to comment!