নির্বাচন কমিশন

মনোনয়নপত্র বাছাই শেষ রোববার, ৫ জানুয়ারি থেকে ইসিতে আপিল শুরু

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৫:৩৯ এএম
মনোনয়নপত্র বাছাই শেষ রোববার, ৫ জানুয়ারি থেকে ইসিতে আপিল শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ রোববার (৪ জানুয়ারি)। সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই প্রক্রিয়া শেষ হলে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের চূড়ান্ত হিসাব প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের সার্বিক চিত্র তুলে ধরবে। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এ জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার সেখানে বসে আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৮১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একজনের মনোনয়নপত্র স্থগিত রয়েছে। এ ছাড়া একজন প্রার্থী ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকার ১ থেকে ১৫ নম্বর আসনের মধ্যেই অন্তত ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপিল প্রক্রিয়ায় কোনো প্রার্থীর প্রতি অবিচার হলে তা সংশোধন করা হবে। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা যেসব কারণে মনোনয়ন বাতিল করেছেন, আপিলে সেগুলোর যৌক্তিকতা যাচাই করা হবে। বাতিলের কারণ আইনসম্মত না হলে মনোনয়ন গ্রহণ করা হবে।
 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!