নির্বাচন কমিশন

মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৩:১১ পিএম
মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৮৪২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

ইসির তথ্যমতে, দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এসব মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই–বাছাই শেষে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ অঞ্চলে ১৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুমিল্লা অঞ্চলে ২৫৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন এবং ৯৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে ১১২টি। খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধ হয়েছেন, বাতিল হয়েছে ৭৯টি মনোনয়ন। রাজশাহী অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৫ এবং বাতিল হয়েছে ৭৪টি।

রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৫৯ জনের মনোনয়ন। চট্টগ্রাম অঞ্চলে ১৩৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৫৬টি। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১ জন, বাতিল হয়েছে ৩১টি।

এ ছাড়া সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে ৩৬টি। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন এবং ৪৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র যাচাই–বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

ইসি আরও জানায়, এই প্রাথমিক তালিকার বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে, তখন বৈধ প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!