আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘সব পক্ষের সহযোগিতা থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। বর্তমান পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে।’
এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসির তথ্যমতে, সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল করতে হলে একটি মূল কাগজপত্রের সেট ও ছয়টি ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।
সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে। রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রতিটি অঞ্চলের জন্য নির্দিষ্ট বুথে আপিল গ্রহণ করা হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি চলবে। এই প্রক্রিয়া ১০ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। তবে আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুনানি শেষে আপিলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে ই–মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকেও রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে।
আরএস
No comments yet. Be the first to comment!