কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, কাতারের সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে যেসব প্রবাসী ভোটার এসএমএস পেয়েছেন, তাঁদের পোস্টাল ব্যালট সংগ্রহে কোনো ফি দিতে হবে না।
আজ সোমবার (৫ জানুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, পোস্ট অফিস থেকে হোয়াটসঅ্যাপে এসএমএস পাওয়া প্রবাসী ভোটাররা সেখানে গিয়ে তাঁদের প্রাপ্ত এসএমএস এবং মূল পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি দেখিয়ে বিনা খরচে পোস্টাল ব্যালটের খাম সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে উল্লেখিত ১৫ কাতারি রিয়াল পরিশোধের প্রয়োজন নেই।
তবে যেসব ভোটার পোস্টাল ব্যালট নিজ ঠিকানায় ডেলিভারির মাধ্যমে নিতে চান, তাঁরা কাতার পোস্টের হটলাইন নম্বর ১০৪-এ যোগাযোগ করতে পারবেন। সে ক্ষেত্রে এসএমএসে উল্লেখিত কাতারি রিয়াল পরিশোধ করে ব্যালটসহ খাম ডেলিভারি নেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাস আরও জানায়, পোস্টাল ব্যালট সংগ্রহ সংক্রান্ত কোনো এসএমএস না পাওয়া পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্ট অফিসে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!