আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারির আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগে রাজনৈতিক দল বা প্রার্থীদের প্রচারে নামাকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে কমিশন।
আজ সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা কার্যক্রম শুরু করতে পারবেন। এ বিষয়ে সব প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে কমিশন।
এ ছাড়া ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!