নির্বাচন কমিশন

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, মোট নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৫:৩০ এএম
পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, মোট নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় শেষ হয়। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

পোস্টাল ভোট বিডির তথ্য অনুযায়ী, দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

এবার ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু হয়েছিল গত ১৯ নভেম্বর। এ ছাড়া দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার এই পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ পান। তারা হলেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখতে পারবেন। পরদিন থেকেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফিরতি ডাক পাঠানোর সুযোগ থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শিত প্রার্থী তালিকা থেকে নাম ও প্রতীকের পাশে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে পারবেন ভোটাররা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!