আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে জনস্বার্থ বিবেচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দুটি সামাজিক সুরক্ষা কর্মসূচি—ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ও মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)—সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে স্বচ্ছতা নিশ্চিত এবং নির্বাচনে প্রভাবশালী হওয়ার সম্ভাবনা এড়াতে এই কর্মসূচিগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনী কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত উল্লিখিত প্রকল্প দুটি জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো, নির্বাচনকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখা এবং জনস্বার্থে সামাজিক সুরক্ষা সেবাগুলো ধারাবাহিকভাবে সচল রাখা।
এ সময় নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন নির্দেশনা জারি করছে।
আরএস
No comments yet. Be the first to comment!