রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের পক্ষ থেকে গত চার দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শুক্রবার আপিল দাখিলের শেষ দিন। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, আপিল গ্রহণ শেষ হলে আগামীকাল শনিবার থেকে শুরু হবে আপিল শুনানি। প্রতিদিন গড়ে ৭০টি করে আবেদন শুনানি করবে নির্বাচন কমিশন। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এ শুনানি চলবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি এবং চতুর্থ দিনে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল আবেদন জমা পড়ে।
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির পরই নির্বাচনের পরবর্তী ধাপগুলো আরও স্পষ্ট হবে। অনেক প্রার্থী প্রার্থিতা বাতিলের আদেশ পুনর্বিবেচনার আশায় আপিল করেছেন।
কমিশন সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি শেষে সব আপিল নিষ্পত্তির লক্ষ্য রয়েছে। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
আরএস
No comments yet. Be the first to comment!