নির্বাচন কমিশন

পাবনা-১ ও ২ আসনের ভোট কার্যক্রম স্থগিত

আপডেট: জানু ০৯, ২০২৬ : ০৫:৩৫ এএম
পাবনা-১ ও ২ আসনের ভোট কার্যক্রম স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আদালত পরবর্তী কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ পাওয়ার পর কমিশন বিষয়টি পর্যালোচনা করে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আইনি জটিলতা নিষ্পত্তি হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ইসি জানিয়েছে, পাবনার এই দুটি আসন ছাড়া দেশের অন্যান্য আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!