নির্বাচন কমিশন

ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিলের শুনানি, মঞ্জুর ১০টি

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৩৪ এএম
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিলের শুনানি, মঞ্জুর ১০টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের শুনানিতে প্রথম এক ঘণ্টার মধ্যে মাত্র ৩২ মিনিটে নির্ধারিত ১২ প্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি সূত্র জানায়, এ সময় ১২ জন আপিলকারীর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। একজনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরেকটি আপিল শুনানি শেষে পেন্ডিং রাখা হয়েছে।

যাদের আপিল মঞ্জুর হয়েছে, তারা হলেন—চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান।

এ ছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল শুনানি শেষে পেন্ডিং রাখা হয়েছে। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বাকি আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি করা হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!