নির্বাচন কমিশন

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চেয়েছে নির্বাচন কমিশন

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৩৫ পিএম
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চেয়েছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তৎপরতা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে গঠিত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে এবং নির্বাচন-পূর্ব অনিয়ম রোধে পরিপত্র (পরিপত্র-৯) অনুযায়ী আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশও ছিল।

এবার সেলের কার্যক্রম আরও সক্রিয় করতে সদস্যদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের ‘নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১’ শাখায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কেন্দ্রীয়ভাবে সমন্বয়কের ভূমিকা পালন করবে।

 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!