রাজনীতি

বিল্ডিং কোড মানার তদারকি জোরদার করতে হবে: জামায়াত আমিরের আহ্বান

আপডেট: নভে ২১, ২০২৫ : ০৫:২১ পিএম ১৭
বিল্ডিং কোড মানার তদারকি জোরদার করতে হবে: জামায়াত আমিরের আহ্বান

দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ মিলে তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জামায়াতের আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আরও বলেন, “বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারির প্রয়োজন রয়েছে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে সচেতন করা সরকারের দায়িত্ব।”দুর্যোগপূর্ণ পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

 

আরএস

Tags:
ভূমিকম্প

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!