রাজনীতি

বিএনপির রাজনীতি রংধনুর মতো: এ্যানি

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৬:০৫ এএম ১৫
বিএনপির রাজনীতি রংধনুর মতো: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতি সবার প্রতি সম্মান ও সহাবস্থানের। “আমাদের রাজনীতি রংধনুর মতো—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান, পাহাড়ি, আদিবাসী সবাই মিলে বাংলাদেশ,”—এ মন্তব্য করে তিনি বলেন, এ রাজনীতির ভিত্তি রেখে গেছেন জিয়াউর রহমান; নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, আর এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড়দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে গিয়ে এ্যানি এ কথা বলেন। এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। খালেদা জিয়া আন্দোলন–সংগ্রামে নির্যাতিত হয়েছেন। নির্যাতিত হয়ে বিদেশে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই দেশে ফিরবেন’ বলেও তিনি আশা প্রকাশ করেন।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “দেশে একটি স্বাভাবিক, সুন্দর, নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন হবে। সবাই এতে অংশ নেবে।” অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন ও শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!