জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, proportional representation (পিআর) ব্যবস্থার দাবিতে দল বরাবরই অনড় এবং জনগণের স্বার্থে এই ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।”
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের পজিটিভ এজেন্ডা এত বেশি যে সেগুলো বলতেই সময় চলে যায়। কাউকে খোঁচানো বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।”
নির্বাচন নিয়ে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। কিন্তু এই মাঠ তৈরি করতে হবে আমাদের—সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে দেশ সংকটে পড়বে। আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না।” চট্টগ্রামে পৌঁছে দলীয় দায়িত্ব পালনে তিনি প্রথমে যোগ দেন আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে। এরপর সন্ধ্যায় তিনি অংশ নেন চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে।
আরএস
No comments yet. Be the first to comment!