রাজনীতি

ফ্যাসিস্টকে ‘কওমি জননী’ দেখেও দুঃখ হয়েছিল: মির্জা ফখরুল

আপডেট: নভে ২২, ২০২৫ : ১১:৩২ এএম ২০
ফ্যাসিস্টকে ‘কওমি জননী’ দেখেও দুঃখ হয়েছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশের কিছু আলেম ওলামা ‘কওমি জননী’ উপাধি দিতে দেখে তিনি দুঃখ অনুভব করেছেন।

আজ শনিবার আইডিইবির মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “১৫/১৬ বছর ধরে আমরা দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকারসহ সব ধরনের অধিকার কেড়ে নিয়েছেন। তারপরও কিছু আলেম ওলামা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী উপাধি দিয়েছেন—এটি দুঃখজনক।” মির্জা ফখরুল আরও বলেন, “গত ১৫/১৬ বছরে ফ্যাসিস্ট শক্তি দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ইসলামী ফাউন্ডেশনসহ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো হয়েছে। যারা বাইরে ইসলামের কথা বললেও তাদের বিশ্বাস কার্যকর নয়। আমরা দীর্ঘদিনের শাসনকাল থেকে বেরিয়ে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আছি। আমাদের আন্দোলনে অনেক আলেম ওলেমা জেল খেটেছেন, মারা গেছেন, কেউ কেউ ফাঁসির মুখোমুখি হয়েছেন। আমাদের ছেলে-ছেলেরা জীবন ও প্রাণ দিয়ে পরিবর্তন আনার চেষ্টা করছে, এবং আমরা এই সুযোগে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে চাই।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন হবে এবং তা ফেব্রুয়ারিতে হবে। সংস্কার কমিশন দীর্ঘ ৯ মাস আলোচনার পরও জনগণ পিআর বা গণভোট বিষয়টি পুরোপুরি বুঝতে পারছে না। মানুষ এখনও ওয়ান ম্যান ওয়ান ভোটের ধারণা থেকে বের হয়ে যেতে পারছে না।”
তিনি জামায়াত ও ধর্মের রাজনৈতিক ব্যবহারকেও সমালোচনা করে বলেন, “জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—এ ধরনের বক্তব্য সঠিক নয়। ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা ইসলাম কখনো অনুমোদন করে না।” মির্জা ফখরুল আরও বলেন, “একটি মহল ফ্যাসিস্টদের পরাজিত করার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখায়নি। আমরা ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার হত্যাকাণ্ড এবং প্রায় ১,৭০০ নেতাকর্মীর গুমের মতো নিপীড়ন ভুগেছি।”


আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!