রাজনীতি

প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৩:৪২ পিএম ২১
প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট অনুষ্ঠিত হয়, ভোটাররা বিভ্রান্তিতে পড়বেন। পরিবর্তিত পরিস্থিতিতে সংশোধনমূলক বিষয়গুলো আগে গণভোটে আনা উচিত। তিনি ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শনিবার (২২ নভেম্বর) খুলনার বিভিন্ন ইউনিয়নে নারী ভোটার ও সাধারণ ভোটারদের সঙ্গে সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নয়। প্রশাসন একটি দলের নির্দেশনা মেনে চলছে। রাজনৈতিক সংকট নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ প্রয়োজন।

খুলনার আটরা-গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ভোটার সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে তরুণরাই সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে সাড়ে ৪ কোটি তরুণ। এই তরুণদের চাহিদা বুঝে রাজনীতি করতে হবে। তিনি বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফের কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার দিকে কাজ করছে, যেখানে সব বয়সের মানুষ ও সকল শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষা হবে।

ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে তিনি ভোটারদের দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিতে উৎসাহিত করেন। দিনভর মিয়া গোলাম পরওয়ার জেলা ও উপজেলার বিভিন্ন ওয়াডে ভোটার সমাবেশ, নির্বাচনী অফিস উদ্বোধন এবং বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!