জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সামনে এক যুগ-সন্ধিক্ষণের সময় এসে গেছে। আগামী নির্বাচন হবে হক ও বাতিলের মধ্যকার ফয়সালার নির্বাচন। এ নির্বাচনে কারো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে হকের পক্ষে থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আজ শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের ফিরোজশাহ মাদ্রাসায় হেফাজতে ইসলামের নগর আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মামুনুল হক। ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক—আমাদের পথও এক। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। বহু দেশ ঘুরে আমি উপলব্ধি করেছি, এমন বরকতময় দেশ খুব কমই আছে।”
তিনি অভিযোগ করে বলেন, দেশের জল–স্থল ও ভূমির নিচে অফুরন্ত সম্পদ থাকা সত্ত্বেও অতীতের শাসকরা চারিত্রিক সম্পদের অভাবে দেশের সেবা না করে ‘জনগণের খাদেম থেকে মালিকে’ পরিণত হয়েছেন। এ কারণেই দেশ উন্নতির যোগ্য অবস্থানে পৌঁছতে পারেনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটি ভেটো পাওয়ার। এখানে ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দেবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহর জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গেই থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলকে বিজয় করাতে চাই না। আমরা চাই আল্লাহর দ্বীনের বিজয়, জনগণের বিজয়। মজলুম মানুষ যেন আর জুলুমের শিকার না হয়—আল্লাহর কাছে সেই দোয়া করছি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার এবং দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক।
আরএস
No comments yet. Be the first to comment!