রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি–পেশার মানুষের উন্নয়ন হবে: শামা ওবায়েদ

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৫:৫৬ এএম ১৯
বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি–পেশার মানুষের উন্নয়ন হবে: শামা ওবায়েদ

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি–পেশার মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, কৃষক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এটি নারী সদস্যের নামে হবে, যাতে নারীরা পরিবারে আরও সম্মান পান।

শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই সবার জয়’ স্লোগানে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তৃণমূলের নারীদের ক্ষমতায়নের জন্য কাজের সুযোগ বাড়াতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে গত ১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন হয়নি। “২০১৮ সালের নিশিরাতের ভোট ও ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।” নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তার।


আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!