রাজনীতি

৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৭:৫৭ এএম ১৫
৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশের ৩০০টি আসনের জন্য মোট ১৪৮৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

তিনি বলেন, “দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। সকলকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।” দুইদিনব্যাপী মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ স্লোগানকে ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মনোনয়নপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। এই কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে এবং দুইদিনব্যাপী অনুষ্ঠান আগামী ২৪ নভেম্বর শেষ হবে।

মতবিনিময় সভা রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে সংযোগ–এর ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন হবে। স্বচ্ছ ও নীতিনিষ্ঠ নির্বাচনী প্রক্রিয়া এনসিপি আশা করছে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব ডা: তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য বিভাগীয় নেতারা।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।


আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!