রাজনীতি

কয়েকটি দলের ঐক্যে সবার ঐক্য হয় না : নাহিদ ইসলাম

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৪:০৯ পিএম ১৭
কয়েকটি দলের ঐক্যে সবার ঐক্য হয় না : নাহিদ ইসলাম

শুধু কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে ওঠে না—মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রকৃত জাতীয় ঐক্য হলো সবার অংশগ্রহণে গড়ে ওঠা ঐক্য, যেখানে আলেম–ওলামাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, সমাজেরও। তাই রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সংস্কারও জরুরি। আলেম–ওলামাদের দায়িত্ব দেশের প্রতি বেশি—তাঁদের অংশগ্রহণ ছাড়া জাতীয় ঐক্য পূর্ণতা পায় না। এ কারণে এনসিপি আলেম–ওলামার ৭ দফা দাবির প্রতি সমর্থন জানায়।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি ইসলামবিরোধী রাজনীতি করেছে এবং ভারতের প্রতি অবৈধ দালালি করেছে। তাঁর ভাষায়, ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে বাধাগ্রস্ত করেছে। যদিও রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে বলে দাবি করেন তিনি, তবে দেশ পুনর্গঠনে আরও সময় লাগবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।


আরএস

Tags:
এনসিপি নাহিদ ইসলাম

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!