রাজনীতি

এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট

আপডেট: নভে ২৫, ২০২৫ : ০৮:৫৬ এএম ১৪
এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট

বিএনপি–জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রসংস্কারের লক্ষ্যে এনসিপির নেতৃত্বে অন্তত পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম বিজয়ের মাস ডিসেম্বরে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

জোট সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচটি রাজনৈতিক দল–প্ল্যাটফর্ম একমত হয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জোটে থাকার বিষয়ে সমর্থন জানিয়েছে। গণতন্ত্র মঞ্চের একটি দলও এতে যুক্ত হতে সম্মত হয়েছে বলে সূত্র জানায়। পাশাপাশি গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের বিষয়ে ইতিবাচক অবস্থানে থাকা দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক বলয় গড়ার আলোচনা চলছে। জোটটি গঠিত হলে দীর্ঘমেয়াদে শাসনতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নই হবে মূল লক্ষ্য।’

এর আগে গত অক্টোবরে জোট গঠনের আলোচনায় অগ্রগতি হলেও নানা কারণে তা থমকে যায়। তবুও এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে কয়েকটি কর্মসূচি পালন করে। চলতি মাসের ৫ তারিখ রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় গণঅধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা বসেন। সেখানে শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও জোটের মূল রাজনৈতিক অঙ্গীকার হিসেবে আলোচনায় আনা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও কয়েক দিন আগে ফেনীতে এক সভায় জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুব শিগগিরই নতুন জোট গঠনের ঘোষণা আসবে। তাঁর ভাষায়, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়েই জোট হচ্ছে। কয়েকটি দল ইতোমধ্যে সম্মত হয়েছে, আরও কয়েকটি দল আগ্রহ দেখানোয় ঘোষণা কিছুটা পিছিয়েছে।’ নির্বাচনে এই জোট একসঙ্গে থাকছে কি না—এ প্রশ্নের উত্তরে মঞ্জু বলেন, জোটের রাজনৈতিক লক্ষ্য দীর্ঘমেয়াদে বিস্তৃত, তবে আসন্ন নির্বাচনেও তারা একতাবদ্ধ থাকতে চায়। ডিসেম্বরেই তৃতীয় শক্তির এই নতুন জোটের কাঠামো ও কর্মসূচি প্রকাশ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।


আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!