বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে রয়েছে এবং নির্বাচনের আবহাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। আমরা আশাবাদী যে ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত প্রথম ও মধ্যবর্তী নির্বাচনে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট অনুষ্ঠিত হবে।”
মির্জা ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযুক্ত। এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। একেকটি আসনে ৪–৫ জন প্রার্থী থাকলেও এটি স্বাভাবিক। এগুলো বোঝায় যে বিএনপি একটি শক্তিশালী দল।”
আরএস
No comments yet. Be the first to comment!