রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। বস্তির ঘিঞ্জি এলাকা, প্রবেশের সীমাবদ্ধতা এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘর হারানো বাসিন্দারা জানান, সবকিছু হারিয়ে তাঁরা দিশেহারা। লাভলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাত বছর ধরে এখানে থাকি। কিস্তিতে কেনা আসবাব, জিনিসপত্র—সব পুড়ে শেষ। এখন কোথায় যাব বুঝতে পারছি না।” রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে কাজ চলছিল।
আরএস
No comments yet. Be the first to comment!