শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আগামী দিনের বাংলাদেশের মূল ভিত্তি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুই খাতে। তিনি বলেন, “আমাদের বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষার জন্য, সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষার গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও শিক্ষার ওপর নির্ভর করছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। “লেখাপড়া ভালো করলে একটি স্বীকৃতি রয়েছে। সেটি এখন শুধু সামাজিক নয়, রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে,” বলেন তিনি।
স্বৈরাচার বিদায়ের পর দেশে নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগে যা ছিল না, এখন মেধা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
বিএনপির শিক্ষা ভাবনা তুলে ধরে আমীর খসরু বলেন, আগামী প্রজন্মের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে দল পরিকল্পনা করছে। শিক্ষকের প্রশিক্ষণ, পাঠ্যবিষয়ের আধুনিকায়ন, এবং খেলাধুলা, সংগীত, নাটক–থিয়েটারের মতো সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, “এখন সবার হাতে স্মার্টফোন। মোবাইল ফোন থেকেই বিশ্বের যেকোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায়। মেধাকে যত বেশি কাজে লাগানো যাবে, তত দ্রুত এগিয়ে যাবে দেশ।” তিনি আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি–দক্ষ প্রজন্ম গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।
আরএস
No comments yet. Be the first to comment!