বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউল শিল্পীদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের হিংসা ও প্রতিহিংসার পথ কারও জন্যই সমীচীন নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক বাউলরা মাঠে-ঘাটে গান গেয়ে মানুষের মন জয় করে। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধতারই বহিঃপ্রকাশ।
সাম্প্রতিক কড়াইল বস্তির অগ্নিকাণ্ড প্রসঙ্গেও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কড়াইল ঢাকার সবচেয়ে বড় বস্তিগুলোর একটি। কয়েক হাজার অসহায় মানুষ সেখানে বসবাস করে। আমার বাসার রান্নার কাজ করা এক মহিলারও ঘর পুড়ে গেছে। পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষের জন্য এটি চরম আঘাত।’ তিনি সরকারের প্রতি দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। বলেন, সত্যিকার অর্থে দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনতে হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাফিলতিও দায়ী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘গার্মেন্টসসহ অনেক শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আইন না মেনে কাজ করার কারণেই এমন ঘটনা ঘটে। আইন কঠোরভাবে প্রয়োগ হলে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।’ জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় দুর্বৃত্তরা জেলা বিএনপির আগের কার্যালয় পুড়িয়ে দেয়।
আরএস
No comments yet. Be the first to comment!