রাজনীতি

রোগ-সংকটের মধ্যেও দেশ ছাড়েননি খালেদা জিয়া : রিজভী

আপডেট: নভে ২৬, ২০২৫ : ০৫:১৯ পিএম ১৪
রোগ-সংকটের মধ্যেও দেশ ছাড়েননি খালেদা জিয়া : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নানা রোগ-সংকটের মধ্যেও দল ও দেশ ছাড়েননি। তিনি সব সময়ই দৃঢ় ও অনমনীয় থেকেছেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক অনুষ্ঠানে রিজভী এ দাবি করেন। রিজভী বলেন, ‘সংকটের সময়ে কীভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে সংযত থেকে কথা বলতে হয়— বেগম জিয়া আমাদের সেই শিক্ষা দিয়েছেন।’ বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারের ‘অন্যায় আচরণে’ খালেদা জিয়া শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার ভাষায়, ‘জেল নেওয়ার পর নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে।’

বিএনপির এই নেতা আরও দাবি করেন, খালেদা জিয়া জীবনে অনেক কিছু হারালেও দেশপ্রেমের জন্য দেশ ছেড়ে যাননি। অন্যদিকে একটি বড় রাজনৈতিক দলের সাবেক সরকারের প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটু সমস্যা হলেই বিদেশ চলে গেছেন।’ সাবেক সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, রমজানের আগে হওয়ার কথা রয়েছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচন যাতে ‘অবাধ ও সুষ্ঠু’ হয়, তা নিশ্চিত করতে সরকারকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তার মন্তব্য, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন— এমনটাই আমাদের প্রত্যাশা।’

 

আরএস

Tags:
বিএনপি যুগ্ম মহাসচিব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!