পাবনার ইশ্বরদীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ব্যালট নয়—বুলেটের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।’
তিনি আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও জনগণ দেখতে চায়, বাস্তবে প্রশাসন কী উদ্যোগ নেয়। সন্ত্রাসীদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।’ ডা. শফিকুর রহমান জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁদের আন্দোলন আরও শক্তিশালী হবে। ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।’—যোগ করেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!