রাজনীতি

বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় : মির্জা আব্বাস

আপডেট: নভে ২৯, ২০২৫ : ০৯:০৬ এএম ১০
বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় : মির্জা আব্বাস

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর দাবি, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পেছনে স্বাভাবিক অসুস্থতার বাইরে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ কাজ করেছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা–২০২৫’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। আব্বাস বলেন, “কারাগারে থাকাকালে সব সময় আমি সতর্ক ছিলাম। কারণ স্লো পয়জনের বিষয়টি আমরা শুনেছি।” তিনি দাবি করেন, “কারাবন্দী অবস্থায় খালেদা জিয়াকে যেভাবে রাখা হয়েছিল, সেটি যেন ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো ডিজাইন করা ছিল।”
তবে আল্লাহর রহমতে এখনও বেগম জিয়া সুস্থভাবে আছেন বলেও মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস জানান, শুক্রবার রাত ১টার দিকে তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। “খবর পেয়েছি, তিনি আগের তুলনায় ভালো আছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

নির্বাচন প্রসঙ্গে মন্তব্য

আগামী নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, “দেশের বাইরে বসে যারা বিভিন্ন মন্তব্য করছেন, তারা অতীতে দেশকে খারাপ অবস্থায় ফেলে গেছেন। এখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন দাবি করাটা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশে নির্বাচন হবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা–২০২৫-এর আহ্বায়ক নাসিম শিকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

প্রতিযোগিতার ফলাফল

রূপসী বাংলা–২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রামের এম হায়দার আলী। দ্বিতীয় হন ঢাকার শামসুল হক রিপন এবং তৃতীয় হন চট্টগ্রামের এম রাশেদ।


আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!