নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি এবং ব্যাংকিং সেক্টরেও কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, “আমরা পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। আমাদের সময়ে ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা হয়নি, আগামী দিনেও হবে না, ইনশাল্লাহ।”
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন। খসরু বলেন, দেশের উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হলেও তার সুফল জনগণের কাছে পৌঁছায়নি; বরং একটি অর্গানাইজড গোষ্ঠীর কাছে গেছে।
তিনি আরও বলেন, “রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের সঙ্গে যুক্ত করছি, অর্থনীতিকেও সেই পথে নিয়ে আসা প্রয়োজন। শুধু নির্বাচন, সরকার বা সংসদ যথেষ্ট নয়। সলিউশন হবে যখন বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত হবে।” তিনি জানান, আগামী ১৮ মাসে ১ কোটি চাকরির প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!