রাজনীতি

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৭:৫৭ এএম ১৯
দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের দেশি-বিদেশি চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর থেকেই তাঁর অবস্থা সংকটাপন্ন হিসেবে জানিয়ে আসছে বিএনপি। গত বৃহস্পতিবার থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন। বোর্ডে যুক্ত আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও। লন্ডনে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সমন্বয় করছেন। বিএনপি নেতারা বলছেন, তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকার যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

 

আরএস

Tags:
বিএনপির চেয়ারপার্সন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!