রাজনীতি

অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান

আপডেট: ডিসে ০৬, ২০২৫ : ০৫:৫৯ এএম ১৫
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনেই স্বৈরশাসনের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ পেশাগত দায়িত্ব ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন এবং অসাংবিধানিক শাসন কায়েম করেন। সেই সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে সাংবিধানিক রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, তার ওপর চরম আঘাত হানা হয় এরশাদের শাসনামলে। এর বিরুদ্ধে দীর্ঘ নয় বছরের আন্দোলনে নেতৃত্ব দেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর দৃঢ়তা, আপসহীনতা ও সংগঠনের ফলে গড়ে ওঠে ছাত্র–জনতার দুর্বার গণআন্দোলন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ঘটে।

তারেক রহমান দাবি করেন, “সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় ছাত্র–জনতা আবারও ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে।” তাঁর ভাষ্য, ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের ‘শত্রু’ ছিল এবং শেখ হাসিনার শাসন ছিল ‘ফ্যাসিবাদী’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অবিরাম নির্যাতনের কারণে আজ অসুস্থ অবস্থায় জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর আশু সুস্থতা কামনা করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির হাজারো নেতাকর্মীর ওপর ‘অত্যাচার-নির্যাতন’ চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তারেক রহমান ১৯৮২ থেকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। এ দিনে তিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল সকল নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবশেষে তিনি গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে—সেই সতর্কতা দেশবাসীকে সর্বদা বজায় রাখতে হবে।”

 

আরএস

Tags:
বিএনপি তারেক রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!