রাজনীতি

বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ করল এনসিপি

আপডেট: ডিসে ০৬, ২০২৫ : ০৬:০১ এএম ১২
বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ করল এনসিপি

বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন ও টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ : বৈদেশিক পুঁজি, জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের ভারসাম্য’ শীর্ষক উচ্চপর্যায়ের নীতিগত সংলাপ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এ সংলাপে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, শিল্পখাতের উদ্যোক্তা এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে—দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, সংস্কারধারার ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ বিবেচনায় বৈদেশিক ও দেশি বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তা। সংলাপের উদ্বোধন করেন এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থিতিশীলতা, জবাবদিহি এবং আইনভিত্তিক অর্থনৈতিক কাঠামো অপরিহার্য। নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশকে ‘গ্লোবাল বিজনেস হ্যাভেন’ হিসেবে গড়ে তোলাই এনসিপির লক্ষ্য বলেও জানান তিনি।

দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে হলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবন, স্কেল-আপ এবং প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হবে। স্টার্টআপ ও রপ্তানিমুখী শিল্প খাতে বিশেষ সহায়তা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনিক কাঠামোর গভীর সংস্কার ছাড়া বড় ধরনের বিনিয়োগ প্রত্যাশা করা কঠিন। রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে নীতিগত ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সংলাপে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুব উইংয়ের নেতারা এবং এনসিপির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!