ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন দাবি করেন, একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল এবং শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি তাঁর একক সিদ্ধান্ত হতে পারে না।’ বিএনপি–জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি–জামায়াত গণ-অভ্যুত্থানে আমাদের শরিক দল। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, অথচ তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে—এটি দুর্ভাগ্যজনক।’
একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ভারতকে উদ্দেশ করে বলেন, ‘ভারতকে বলতে চাই, নির্বাচনে অশান্তি সৃষ্টি করতে নামবেন না। এখানে অনেক ব্যবসা আছে—পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’ তিনি আরও জানান, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে।
নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ‘পাবলিক ও প্রাইভেট সেক্টরে দলীয় অনুগত, পরিবারতন্ত্র ও তোষামোদি ছিল চাকরি পাওয়ার প্রধান মানদণ্ড।’ তাঁর অভিযোগ, বেসরকারি পেশাজীবীদেরও ‘ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায়’ ব্যবহার করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন ভাগাভাগির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের রাজনীতি আর চলবে না।’
আরএস
No comments yet. Be the first to comment!