জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ বিকেল। বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিচা, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।
জোটে অংশ নেওয়া অন্য দুই দল হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্যে আগ্রহীদের মধ্যে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা করা হবে আজ বিকেল ৪টায়।” তিনি জানান, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দলের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে জোটে আর কোন দল অংশ নিচ্ছে তা সময়মত জানানো হবে। এ তথ্য একইভাবে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
আরএস
No comments yet. Be the first to comment!