রাজনীতি

একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: ফখরুল ইসলাম

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৭:০১ এএম ১০
একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বড় ধরনের বিভাজনের পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, “একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়।”

আজ রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও আমরা ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্র ও সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল—সবার বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।” ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপির ৩১ দফাকে গ্রামে পৌঁছে দেওয়ার কাজ তোমরা যথাযথভাবে করতে পারোনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের প্রচারণা ও কমিটি গড়ে তোলা সবচেয়ে বেশি বাড়াতে হবে। এখানে তোমাদের দায়িত্ব অনেক।”


আরএস

Tags:
বিএনপি মহাসচিব বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!