রাজনীতি

‘আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচনে অংশ নেব’—নাহিদ ইসলাম

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৬:০৯ পিএম ১২
‘আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচনে অংশ নেব’—নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবর্তনের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের আন্দোলনে যারা একত্রে ছিলেন, তারা আগামীতেও ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে এবং এক মার্কায় আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিন দলের নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে কেউ যদি আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে ভোট আদায় করতে চায়, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট নেয়, তারা উভয়ই পরাজিত হবে। আমাদের জোট শুধু নির্বাচনী জোট নয়, এটি রাজনৈতিক জোট। গণ–অভ্যুত্থানের যে লক্ষ্য সামনে রেখে আমরা লড়াই করেছি, আমরা সেই লক্ষ্য নিয়েই এগোবো।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নানা প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আড়াল করতে অগুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিটের লোভ দেখিয়ে ভিন্ন জোটে নেওয়ার প্রচেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। “এসব প্রস্তাব সাদরে প্রত্যাখ্যান করি,” বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বরিশালে নির্বাচনী প্রচারণায় বাধা এবং হেনস্তার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। কিন্তু এখনো কেন্দ্রে দখল, জবরদস্তি, আধিপত্যমূলক আচরণ—এসব দেখা যাচ্ছে। একই ধরনের আচরণের জন্যই অতীতে একটি দল দেশ থেকে বিতাড়িত হয়েছিল।”

গণ–অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় থেকে ভিন্নমত দমন–পীড়নের যে অহংকার তৈরি হয়েছিল, তার বিরুদ্ধেই গণ–অভ্যুত্থান হয়েছিল। “অহংকারের পতন হয়েছিল তখন, এবং মানুষই সেই পতন ঘটিয়েছিল,” মন্তব্য করেন নাহিদ ইসলাম।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!