রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতায় ডিইউজের সক্রিয় ভূমিকা প্রত্যাশা জামায়াত আমিরের

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৬:২২ পিএম ১৬
গণমাধ্যমের স্বাধীনতায় ডিইউজের সক্রিয় ভূমিকা প্রত্যাশা জামায়াত আমিরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সংবাদকর্মীদের অধিকার আদায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও সক্রিয় ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৭ ডিসেম্বর) ডিইউজের নতুন সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা ও যোগ্য নেতৃত্বেরই প্রমাণ। তাঁর মতে, এই নেতৃত্ব গণমাধ্যমখাতের নানা পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে। জামায়াত আমির আরও বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম স্তম্ভ। সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জাতির সামগ্রিক অগ্রযাত্রায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থেই নয়, সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায়ও বড় দায়িত্ব বহন করে। বিবৃতিতে ডিইউজের নবনির্বাচিত নেতাদের জন্য তিনি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, ‘আল্লাহ আপনাদের সত্য-ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালন সহজ করে দিন।’

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!